ওষ্ঠে চুম্বন নিয়ে যদি এবার ফিরে যাই এ শহর ছেড়ে
ঘাতক আশা প্যান্টের পকেটে নিয়ে যদি ঘুরি একা একা
ওয়ালেটে জমানো মাসের পর মাস টাটকা আশা নিয়ে
যদি তারপরও তোমার ওষ্ঠের নিকট না পাই ঠাঁই
যদি এবারও ফিরিয়ে দাও চুলের ভেতর রাখা সুখ হতে,
তবে নির্বাসন দিবো নিজেকে তোমার শরীরের ঘ্রাণ হতে
নিজেকে পেরেক মেরে রাখবো কোনো এক ছিন্ন দ্বীপে।
অনেক দূরে একদিন যখন আমি খেলেছি নিজের সাথে
দেয়াল হেলান দিয়ে এঁকেছিলাম একান্ত নগ্ন পোর্টেট
ভাবিনি জলের সাথে খেলা করে ডুবে যাবো সাঁতারু।
ভুলিনি একদিন যখন আগুন নখে নিয়ে হেঁটেছি
ফসলের কষ্ট বুকে নিয়ে কাটিয়েছি শিশিরের সাথে
টর্চের আলোয় নিজের ভেতরে দেখেছি নিজের ফুসফুস
বেদনার ভাইরাসে মৃত্যুর স্লোগান দিচ্ছে মৃত্যুর বিরুদ্ধে।
এখন আর তৃষ্ণা নিয়ে কোনো এক তরুণের মতো
গোলাপ হাতে নিয়ে দাঁড়াতে ইচ্ছে করে না মোড়ে,
তবুও তোমাকে না পাবার পাপে যদি কাটে এই যৌবন
এমনকি যদি কেটে যায় চেয়ারে বসে বসে এই দেহ
তোমাকে ভুলে গেলে ভুলে যাবো ঢাকার মানচিত্র
ভুলে যাবো পৃথিবীর বুকের নীল সেই এক সমুদ্র।