ভেঙে যেতে যেতেও
ভেঙে যাইনি বলে
যদি তুমি হতাশ হও
ক্ষমা চাচ্ছি করজোড়ে
এই নদীর কাছে
যে আমাকে ভেঙে
গড়ে তুলে বিস্ময়ের চর
আমার বসতির মধ্যরাতে
আলোর তৃষ্ণায়
ছুটে যাই সহজ জীবনের স্বাদে।
হাঁটতে পারি বলে
হয়তো অভিশাপ দিচ্ছো
অমল ব্যর্থতার!
আশরীর ব্যর্থ আমি
তবুও এই ঘৃণা, এই অভিশাপ!
যারা চায় দুঃখের আমৃত্যু ভূমি
আমি আজ তাদের দলে
তোমার সুখদ ও পুষ্ট ঠোঁটের লোভ নেই আর
নেই কোনো হলুদ অধিকার
চিরদিন গেয়ে যাব যে গান
সে কেবলি দাঁড়ানোর যন্ত্রণার!