ক্লান্তির ভেতরে রয়েছে অনেক ক্লান্তি, অনেক শ্রান্তি-
পোশাক খুলেছি আমি ঘুমের মতো প্রতিটি জানালায়
ভ্রান্তি ছড়ায়ে রয়েছে শব্দে আকাশে আঙুলে নখে।
কসাইয়ের মতো চামড়া ছাড়াতে ছাড়াতে খুঁজেছি তারে
লাল নীল সাদা বোতলের মতোন বোধের এক ক্লান্তি।
মাংস কেটে কেটে দেখেছি জল আর ভাষার অপ্রেম
দেখেছি হাড়ের ভেতরে টুনটুনির মতো বসে আছে কষ্ট-
কেঁপে কেঁপে বাতাস নাড়িয়ে দিয়ে যায় নদীর শাড়ি।
তন্নিষ্ঠ গবেষকের মতো পাঠ করেছি সময়ের জীবাশ্ম
কষ্টত্বের বাগান থেকে নিয়েছি খুঁজে মৌলিক ব্যর্থতা,
আমার স্নায়ুর ভেতরে চোখের গভীরে দাঁতের গলিতে
ঝরে পড়া পাতার মতোন ছিটানো অতলান্তিক ভ্রম-
খুঁজে খুঁজে অবশেষে পেয়ে গেলে এমন একটি হৃদয়
ক্লান্তির ভ্রান্তি ছাড়া কিছুই পাবে না কিছুই পাবে না।
ক্লান্তির আরেক নাম আমি নাকি তোমাদের সফলতা?