দিনশেষে সবাই একা
কিন্তু কেউ কেউ একাকী!
গভীর ঘুমের ভেতরে জেগে ওঠে এক জনপদ
মৃত গাড়ির কঙ্কাল সারি সারি-
চৌরাস্তায় দাঁড়িয়ে থাকে আমার দু'পা।
জানি তুমিও জেগে আছো আয়নায়
প্রতিফলিত হতে হতে
আলো ছিলো যে জীবনে
সে জীবনের নেই কোনো সন্ধান।
মানুষের ভীড়ে একাকিত্ব বাড়ে
বিশ্বাসী বিছানা জুড়ে শৈল্পিক বিষণ্ণতা
কোথায় তুমি যাবে?
কোন জলে হাত রেখে স্বস্তি খুঁজবে
শুনবে শান্তির প্রতিধ্বনি
কোন শহরের দেয়ালে?
ভুলে যেতে হলে
আরও কিছু ভুল করতে হয়।