আমার কষ্টের কাছে নত হয়ে আসে পৃথিবীর সব কষ্ট
সবচেয়ে সুখের বাগান দিয়ে হেঁটে গেলে ঝরে শিশির,
যেখানেই হাত রাখি পরিণত হয় অমোঘ অতলান্ত কষ্ট
পুকুরের জলে চোখ রাখতেই পুড়ে যায় মাছের চোখ।
আমার বিষাদের কাছে ম্লান হয়ে যায় শান্তির পতাকা
বৃষ্টির ফোঁটার মতো পড়তে থাকে শুধু হাহাকার,
ভেসে বেড়ানো মেঘ চলে আসে সান্ত্বনার বাণী নিয়ে।
আমার কষ্টের তীব্রতায় পাখির কণ্ঠে আসে রোদন
না-হাঁটা কোন এক বন থেকে চলে আসে সংগীত,
ফ্যানের পাখায় শুনি চোখ মুছে দেওয়ার সান্দ্র আহ্বান
ফ্রিজের সবজি আরও জমে যায় তীব্র দীর্ঘশ্বাসে।
আমার মুখ দেখে হাইড্রোলিক হর্নের শব্দ হয় ক্ষীণ
সুখের বুক থেকে ওড়ে আসে সিক্ত সবুজ ওড়না
বিড়ালের ঝগড়া পরিণত হয় সেইসব দিনের উল্লাসে।
আমার একাকিত্বের সাথে সুর তুলে এক গহীন নদী
অনেক নক্ষত্র দূর থেকে ছুঁড়ে দেয় নীল চ্যালেঞ্জ
হেরে গিয়ে একে একে অভিশাপ দিয়ে চলে যায় ঘৃণায়-
বলে যায় আমার মতো কষ্টের চর্চা ঈশ্বরও করেননি।