ভেতর থেকে একটি কামরাঙা খসে
পড়তে পড়তে আরও খসে পড়ারা
প্রতীক্ষার বেদনা নিয়ে নৃত্য করছে।


আমাদের মাংস থেকেও খসে পড়ছে যৌবন
হৃদয় থেকে ঝরে পড়ছে ধবল স্মৃতি—
আমাদের হাড় থেকে এক ঝাঁক পাখি উড়তে উড়তে
হারিয়ে ফেলে
স্বেদজ ক্লান্তি
ক্লেদজ সুন্দর।


জ্যামিতিক রেখা বদলে দিয়ে যারা চেয়েছিলো
হরিণের বিস্তর প্রান্তর
লক্ষ্যহীন বাঘের বিচরণ
পাশাপাশি দাঁড়িয়ে থাকা ঘাস ও গাছের সঙ্গম
তাদের সময় শরীর হতে খসে পড়ছে শাদা চুন
পুরোনো বাকল।


রক্তের চাঁদ হতে ফুটে ফুল
মৌসুমি হাওয়ায় গাঢ় হয় জীবনের সঞ্চয়
অনেক আকাশ ভেদ করে চলে আসা আলোর খেলায়
আমরা মেতে উঠি আদি সংরাগে;
ইতিহাসের দীর্ঘ জিরাফের ভ্রান্তি নিয়ে
আমরা আটকে থাকি সুচতুর দৃশ্যের ভেতরে
যেখানে ক্রমাগত সৃষ্টি হয় অনিত্য লীলা।