বৃক্ষের দিকে চেয়ে আছি
বৃক্ষের দিকে তাকিয়ে করি শোক
একান্ত নির্বাসন প্রকাশ করি বিছিন্ন ধ্বনিতে।
বৃক্ষেরও হয়তো ভাষা আছে
আমার দিকে তাকিয়ে করে তুমুল চিৎকার,
পাতার ঝরার কষ্ট বুঝতে গিয়ে কেঁদে ফেলি
ফলের কষ্ট বুঝতে গিয়ে বেদনা বোধ করি।
শাদা পৃষ্ঠার মতো আমাদের স্নায়ু-
বৃক্ষের কাছে অনেক ঋণ
বৃক্ষের কাছ থেকে পাই সহিষ্ণুতার দীক্ষা
অনন্ত বৈশাখে ঠিকে থাকার নিরলস প্রচেষ্টা
তাইতো বৃক্ষের দিকে চেয়ে চেয়ে কবেই বৃক্ষ হয়ে গিয়েছি।