নিতান্তই সাধারণ তাই
তোমাকে পাবার মতো তেমন কোনো যোগ্যতাই নেই,
নেই তেমন কোনো উল্লেখযোগ্য বৈষয়িক সাফল্য
যা দিয়ে অনায়াসে কিনতে পারি একটি ছিমছাম ফ্ল্যাট
তোমার পছন্দমতো দামি জুতো, জামদানি শাড়ি
উইকেন্ডে যেতে পারি কোনো রিসোর্টে, কফিশপে
রিক্সায় করে ঘুরতে পারি সমস্ত শহর, দিতে পারি ফরেন ট্যুর
নিয়মিত ছবি আপলোড দিতে পারি, দেখাতে পারি
আমারও কি কোনোকিছু কম আছে, সাফল্যে কিংবা নারীতে!
নিতান্তই সাধারণ আমি, এক ভবঘুরে, ব্যর্থ, অনিকেত
টেনেটুনে যার মাস চলে, দামি তেমন পোশাক নেই
তোমাকে ইমপ্রেস করার মতো তেমন কোনো সামর্থ্যই নেই
তোমার বন্ধুমহলে আমাকে নিয়ে গল্প করার মতো তেমন গল্প নেই
নেই তেমন কিছু যা দিয়ে তোমার পরিবার গর্ব করতে পারে
কিংবা আমার পরিবার, আত্মীয়রা বলতে পারে আমি কতটা সফল!
আমার কিছুই নেই তাই আমার শরীরে প্রেমের ঘ্রাণ নেই
আমার কিছুই নেই তাই তোমাকে পাবার মতো সাহস নেই, স্বপ্ন নেই
প্রত্যাখ্যাত হওয়ার চেয়ে নীরবে নীল কষ্ট পুষা অনেক ভালো, অর্জিতা।
আমার কিছুই নেই তাই সবার চোখে আমি অপাংক্তেয়
তাই মাঝে মাঝে ব্যক্তিগত শোক নিয়ে করি উল্লাস
মাঝে মাঝে তোমাকে নিয়ে কিছু ব্যর্থ কবিতা ছাড়া
শিশিরের রাতে তোমাকে ভেবে ভেবে কল্পসুখ ছাড়া
কিংবা অনেক হলুদ খামে তোমাকে না-পাবার শঙ্কা ছাড়া
আমার তেমন কিছুই নেই, কিছুই নেই।
এমনকি তোমাকে ভালোবাসি এ কথা বলার মতো সাহসও নেই
যেহেতু আমার তেমন কিছুই নেই
যেহেতু তেমন কিছু ছাড়া তোমাকে পাবার আশাই বৃথা।