কেমন হতো যদি তোমার অনামিকার এনগেজমেন্ট রিংটি
শ্রাবণের ভাসমান মেঘ হয়ে আসতো আমার জানালায়?
কেমন হতো যদি তুমি কেঁপে কেঁপে কবুল বলার মুহূর্তে
ডালির ঘড়ির মতো সময় বেদনায় বেদনায় যেতো গলে?
কেমন হতো যদি তোমার শরীরে অন্য কেউ হাত রাখতেই
পৃথিবীর সমস্ত নীলিমা পুড়ে যেতো আমার নীল গ্রীষ্মে?
কেমন হতো যদি তোমাকে ছুঁতেই নপুংসক হতো নগর
দক্ষিণ মহাসাগরের সমস্ত জলে ভাসতো লাল শাপলা
আমার দশটি আঙুল ফেড়ে জন্ম নিতো অমোঘ কৃষ্ণচূড়া?
কেমন হতো যদি তোমার চুলের বারান্দায় লিখতাম কবিতা
শিশির ভেজা গ্রিলে হাত রেখ স্পর্শ নিতাম তোমার শরীরের
শাওয়ারের স্নিগ্ধ জলে তোমাকে নিবিড়ে পাজকোলা করতাম?
কেমন হতো যদি আমাকে ছেড়ে যাওয়ার সেকেন্ড
পৃথিবীর সব মাটি পরিণত হতো অনন্ত ঋতুর রোদনে
গাছে গাছে সবুজ পাতারা বাজাতো কষ্টের গিটার
তোমার সামনে ওড়ে বেড়াতো আমার সিক্ত মিনতিরা?
তবে কী তুমি ফিরে আসতে, ফিরে আসতে কী তুমি?