সততা কোথায় আছে
কোথায় খুঁজলে আমি তাকে পাবো?
আমাকে বলো হে বাংলার আলপথ
বলো হে বাংলার নদী
বলো হে বাংলার জল
বলো হে শ্রাবণের আকাশ
তোমাদের আজ বলতেই হবে
কোথায়, কোথায় খুঁজলে আমি তাকে পাবো?
আমি শুধু তিলার্ধ সততা দেখে মরতে চাই এই বাংলায়
দুহাত ভরে সততা নিয়ে হাঁটতে চাই মধ্যদুপুরে।
কোথায় আছে সততা এই বাংলায়
কোন সুগভীর খনিতে, গহীন অতল খাদে
তোমরা কী কেউ দেখেছো তাকে?
আমি তাকে খুঁজেছি মাঠে-ঘাটে-হাটে
আমি তাকে খুঁজেছি শার্টে ড্রয়ারে ফাইলে ক্লাবে
মিছিলে সেমিনারে মিটিংয়ে থিসিসে জনসমাবেশে    
কৃষকের লাঙলে শ্রমজীবীর লুঙ্গিতে রাজপথে
শহরে নগরে বন্দরে রিসোর্টে পার্কে হোটেলে
বাড়িতে গাড়িতে রিক্সায় বাসে ট্রেনে দপ্তরে দপ্তরে
স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ঠোঁটে
প্রকৌশলীর চোখে ডাক্তারের চেম্বারে আদালতে    
এয়ারপোর্টে মেগা প্রকল্পগুলোতে মাছে মাংসে
লবণে মরিচের গুঁড়োয় সুপারশপে ইটে বালুতে।
আমি টেকনাফ থেকে তেতুলিয়ায় খুঁজেছি সততাকে
আমি শনি থেকে আরেক শনিবার পর্যন্ত খুঁজেছি তাকে
আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খুঁজেছি তাকে
কোথাও পাইনি সততাকে, কোথাও না কোথ্যাও না।
সবাই যে এত এত সততার কথা বলে
সবাই যে এত এত সততার গল্প শোনায়
চারিদিকে সততার এত এত প্রচারণা
আমি তো কোথ্যাও সততাকে পেলাম না।
হু হু করে বাড়াচ্ছে দ্রব্যের দাম
ভেজালে ভেজালে সয়লাব চারিদিক    
শনৈ শনৈ পাচার হয়ে যাচ্ছে দেশের সম্পদ
বেড়েই চলছে অতলান্ত বৈষম্য।
আমাকে শোষণ করে তুমি নিজের আখের ঘুচাও
আমাকে বোকা বানিয়ে তুমি দেশ-বিদেশ ঘুরে বেড়াও
আমাকে প্রতারিত করে তুমি তৈরি কর সুখের মসনদ
আর তুই ঘুসখোর আমাকে শুনাস সততার গল্প
তুই ভণ্ড আমাকে দিস পরকালের দোহাই
তুই পা-চাটা কুত্তা আমাকে শুনাস নীতির গালগল্প।
মানুষের মুখের দিকে তাকালে বিশ্বাস কমে যায়
মানুষের মননে নেই কোনো সততা
সততা এই বাংলায় কবেই মরে গিয়েছে
কেউ কেউ আমার কষ্ট দেখে বলেছে
তাকে খুঁজে পাওয়া যেতে পারে অজানা এক জাদুঘরে।