আমাকে কেউ একটু সঙ্গ দেবে, একটু সময় হবে?
মনের ভেতর অনেক মেঘ
ঠোঁটের কাছে অনেক লাভা
ঘুমতো গেলে ঘুমোতে পারি না
জানালায় তাকালে ভালো লাগে না
কবিতা হাতে নিলে স্মৃতি জমে যায়
খুঁচিয়ে খুঁচিয়ে কষ্ট বাড়ায়-
আমি কিছু একটা বলতে চেয়ে বাঁচতে চাই
আমি কিছুক্ষণ গল্প করে হৃদয়ের ভার কমাতে চাই।
এ পথ একা হেঁটেছি আমি কত রাত
এ অন্ধকার আমি পাড়ি দিয়েছি কত দুপুর
শুয়ে শুয়ে কাটিয়েছি
দেখে দেখে কাটিয়েছি
আর পারছি না আর পারছি না।
আমাকে একটু সঙ্গ দেবে, বন্ধুরা
আমাকে একটু হাসতে দেবে, মানুষেরা
আমাকে একটু বাঁচাতে শেখাবে, হে নারী
ভালোবাসা চাই না, শুধু বন্ধুত্ব চাই।
নিসর্গের কাছে গিয়েছি কষ্ট কমাতে
হাওড়ের জল দেখেছি ব্যথা কমাতে
নতুন পোশাক পরেছি ক্লান্তি কমাতে
ভালো খাবার খেয়েছি বিষণ্ণতা কমাতে
স্লিপিং টেবলেট খেয়েছি স্নায়ুচাপ কমাতে
তবুও হেরে যাই তবুও পারি না, পারছি না।
আমাকে একটু সঙ্গ দেবে তুমি, একটু সঙ্গ-
কথা দিলাম সাঁতার শেখালে চলে যাব কষ্ট নিয়ে
মধ্যরাতে লিখে যাব উপকারের কথা
অনেক আলো নিয়ে চলে যাব কৃষ্ণগহ্বরের কাছে।