কে কে কষ্ট চান ঠিক আমার মতো অষ্টপ্রহর
বেদনা চান সুচারু নিখুঁত, বিষাদ সুন্দর জঘন্য?
আমার প্রতিটি কোষে রয়েছে অমোঘ কষ্টের ক্যান্সার
স্নায়ুর প্রতিটি জানালায় রয়েছে জলের মতো চিৎকার।
জুতোহীন আপনাদের নগরে নগরে হেঁটেছি চিরদিন
প্রতিধ্বনিরা ফিরে এসেছে অব্যর্থ হাহাকার নিয়ে।
এই যে পাঠকেরা, শুনছেন, আমাকে শুনছেন তো
গত কয়েক বছর আগে একটি কারখানা চালু করেছি
আমার কোম্পানিতে তৈরি হচ্ছে বিশুদ্ধ হালাল কষ্ট,
যদি কেউ কিনতে চান আজই যোগাযোগ করুন
যদি কেউ চাকরি করতে চান আজই আবেদন করুন।
সমুদ্রের ঢেউ চিরদিন বয়ে যাবে আকাশ হবে নীল
দিনের শেষে বন্ধ দরজার মতো আসবে অন্ধকার,
সময় চলে চিরদিন আমাদের চিন্তার আগে আগে
এখনই কিনে নিন এখনই আবেদন করুন পাঠকেরা।
আমার ওষ্ঠে চুলে নখে বোতামে পায়ে দাঁতে চিবুকে
হৃদয়ে উৎপাদিত কষ্টগুলো পরীক্ষা করে নেবেন!
ধরুন কষ্টগুলো দুই নাম্বার তাহলে গালি দিবেন?
কাকে দিবেন? আমাকে নাকি নিজেকে দিবেন?
আমার মতো কষ্টের হিমালয় আপনি কোথায় পাবেন
আমার মতো কষ্টের কারখানা কোন নগরে পাবেন?
এখন ভাবেন ঠিকমতো কাজ না করলে কাকে বকবেন-