সিলিং ফ্যানের মতো মাথাটা ঘুরছে ক্রমাগত অবিরত
ক্যাপাসিটর নষ্ট হলে হয়ে যাব এক সামুদ্রিক মাছ-
আমাকে দেখা যাবে লাল জলে, পাখি ওড়ে যায়
আমিও ওড়তে গিয়ে পড়ে যাই বিশতলা ভবন হতে
যেভাবে ডিটারজেন্ট গলে যায়, ফেনা ওঠে জীবনের-
জলে মিশে গেলে আশা হারিয়ে যায়, মনে হয় তখন
কলমের কালির মতোন একদিন ফুরিয়ে যাব আমি।
তালগাছে বাসা বাঁধে একটি বাবুইপাখি, অনন্ত বৈশাখে
এবার লড়তে হবে তুফানের সাথে, চারা কলাগাছ-
তবুও একটি পয়সা ঘুরিয়ে ঘুরিয়ে বুকে নিই ঘ্রাণ
ভরে ওঠে প্রাণ একটি ওড়ন্ত ঘুড়ির মতোন।