জলের ভেতরে করি ভ্রমণ
জলের ভেতরে এখন দূষণ
ডাঙায় চলে এলে তুমি কি আমার আশ্রয় হবে?
আঙুলে আঙুলে কেটে যায় দিন
স্বপ্নের ভেতরে কেটে যায় রাত
চোখের বসন্তে এখন ভীষণ সংকট
তবে কি ফুলের ঘ্রাণ পাবো না আর তোমার চুলে?
মানুষের ব্যস্ততম রাত
আর তোমার বুকের ভেতরের অধীরতা
যখন মুছে যায় নতুনের নেশায়
আমাকে কি মুছে ফেলবে তখন শরীর হতে?
কিছু ভুল বাতাসে উড়িয়ে
কিছু স্মৃতি করোটিতে রোপণ করে
তুমি বেড়ে ওঠবে এ ভূমিতে
বলেছিলো নদী শুকিয়ে যাওয়ার অনেক আগে
আমাদের শহর ভিন্ন হলেও
থেকে যাবে প্রেম হৃদয়ের দেয়ালে দেয়ালে।