তুমিহীন সেসব পথে হেঁটে বেড়ানো, এতদিন পরে
মনে পড়ে, স্মৃতি খুঁজে নিয়ে আসে সজিব ক্ষত-
বুকে চেপে রাখি দীর্ঘশ্বাস, চেপে রাখতে হয় স্মৃতিভীড়।
সেসব পথে তোমার শরীর এখনও শুয়ে আছে
এখনও কাঁঠালের ঘ্রাণের মতো ফিরে আসো তুমি
এই বুকে, আঙুলগুলো বাজতে থাকে বিভিন্ন শোকে
রোজ ভুগতে থাকে তোমার অসুখে। ঝরে পড়ে
শীতের পাতা বিরহের মতো নীরব পথে খুব একা।
যখন তুমি ছিলে আলোর রাতে, চেয়ে নির্নিমেষ
জোনাকি চিবুকের কাছে এসে রেখে যেতো প্রেম-
সেই প্রেম আজও ফিরে আসে বুকে ব্যাধির মতো।