সবুজ পাতার ওপর শুয়ে আছে স্মৃতির শিশির
সাপের মতো রোদও ফণা তোলে দাঁড়িয়ে আছে,
তবুও আমার হৃদয় জানে না ফলাতে প্রেমের ফসল।
টিনের চালে সুপারি পড়ার শব্দের মতো এই বুকে
অনেক আকাশ থেকে নীল পড়ে সারারাত সংখ্যাহীন-
জেগে দেখি কোথাও নেই পাখির পালক, ঘ্রাণ
কৈশোরের মোহনীয় পিঠা দেখিনি আর এই শহরে।
একদিন বাঘের চোখের মতো প্রেম জাগিয়ে এই বুকে
চলে গেলে যখন বকের ডানা থেকে ঝরেছিলো মৃত্যু-
চিরদিন বাঁশি শোনাবে বলে চলে গেলো অদ্ভুত কণ্ঠ!
এখনও সকালে বিকালে রাতে ভুলতে গেলে দেখি
তোমার মুখের মতো টগর ফুটে আছে স্নায়ুতে।