ঘুমিয়ে ছিলে তুমি, যেন শুভ্রনীল জলের জাহাজ
অনেক আকাশ থেকে ঝরে পড়া নক্ষত্রের আলো
এক পরম ঘোর, যেন সদ্য ফোটা বিরলতম গোলাপ
যেন আকাশের শরীরে খণ্ড খণ্ড শাদা মেঘের মিছিল।


ঘুমিয়ে ছিলে তুমি, যেন এক প্রাগৈতিহাসিক ভোর
ঈশ্বরের প্রথম সৃষ্টি, লোভ, প্রথম প্রণয়ের ইশতেহার
যেন তুমি এক পতাকা, অনেক রক্তের দামে কেনা
তুমি, এক জনপদ, প্রণয়প্রেমী মানুষের শেষ আশ্রয়।


ঘুমিয়ে ছিলে তুমি, যেন এক অপার্থিব কবিতার বই
অনেক ধ্যানের পর অর্জিত প্রথম ওহি, বোধি, প্রজ্ঞা
তুমি সুরে সুরে ঊর্ধ্বে ওড়া আদিম জীবনের স্পন্দন
তোমাকে দেখছি কায়মনোবাক্যে যেন এক চিত্রিত তীর্থ।