আমাকে ভালোবাসো নারী,
আমাকে ভালোবাসলে তোমার মিটবে বহু কাঙ্ক্ষিত নারীত্বের স্বাদ
তুমি দেখবে, স্পর্শ করবে তোমার ভবিষ্যৎ।
আমাকে ভালোবাসো নারী,
আমাকে ভালোবাসলে এই পৃথিবী হবে বসন্তালয়;
দিগন্তের কপাট খুলে আমরা দেখবো পরস্পরকে;
বাতাস যেমন করে জড়িয়ে ধরে সমুদ্রকে
তেমনি করে আমি আজ বাজাবো, ডাকবো তোমায়।
আমরা হাঁটবো হাজার বছরের পথে;
কামনার বহ্নিশিখায় পুড়ে যাবো, খুলবো যত আছে মান-অভিমান। 
দিগন্তে আঁচল পেতে দেখবো সদ্য যৌবনে পা রাখা চাঁদের উচ্ছলতা,
প্রয়োজনে ওর শরীরে আদরে চাদরে জড়াবো।
আমাকে ভালোবাসো নারী,
আমাকে ভালোবাসলে দেখবে তোমার ঐ শুষ্ক ঠোঁটে বইছে নায়াগ্রার জলপ্রপাত;
বুকে বৃষ্টির ফোয়ারা, চোখে আগামীর শত সর্বনাশ।
ভালোবাসাহীন ভীষণ যন্ত্রনায় আছি, এসো স্পর্শ কর,
আমাদের এ দীর্ঘ চুম্বনে চল আমরা পুনরায় হাঁটি আর এক নতুন যন্ত্রণায়।


আমাকে পোড়াও, কে পোড়াবে তোমার মত অমন করে;
আগুন আর কতটুকু পারে।