এ জীবনে চাই নাতো বেশি কিছু বিশ্বাসটুকু ছাড়া,
অথচ আমায় বোঝে শুধু ঐ নীরব সন্ধ্যা তারা।
এত ভালোবাসা আমি সযতনে রাখিব কোথায়,
শরৎ পাতে আসে তো কত বন্ধু সোনালী খোঁপায়।
তিলে তিলে স্বপ্ন বালুচরে গড়ি আশার ঘর,
নিরাশার তপ্ত শিখায় পুড়ে হয়েছে সব খড়।
তবুও তো দগ্ধ পথিক সূর্যের কাছে পথ খোঁজে,
আর কেউ না হোক ও সূর্যতো আমায় বোঝে।
নদীর কাছে জল চেয়েছি বলে সমুদ্রের কাছে যাও,
ওর বিশাল বুকে নোনা জল, যত পারো তৃষ্ণা মিটাও।
হায় বেভুল পথিক এ জল নয়, ব্যথার নিথর গ্লানি
চোখের তৃষ্ণা মিটাতে আজ ওর বুকে নিরাশার বাণী।