পৃথিবীর পথে আমি এক অন্ধকার
রুদ্রতার দেয়ালে কখনো অশনি হয়ে আসি
কখনো ধুমকেতু হয়ে মিশে যাই
নক্ষত্রের পথে পথে ;
বিকল্প পৃথিবী সৃষ্টির নেশায় কখনো ঈশ্বরের দুয়ারে
কড়া নাড়ি এক মুঠো ভাতের জন্য,অথচ
আমার চৌদিকে বিলাসী অন্নের অপূর্ব বাহার।
"ভোজনেই পরিপূর্ণ ঈশ্বর"


পৃথিবীর পথে আমি এক অন্ধকার, বিভীষিকাময়
রাত্রি আমার একমাত্র প্রেমিকা ;
দু' টাকায় পুরুষত্ব বিলিয়ে দেই
ভাবি- পৃথিবীর সকল রমণীতো আমারি।
ইচ্ছে করলে ছুঁতে পারি ওদের হৃদপিণ্ড
লুকিয়ে থাকা ভালোবাসা।
প্রয়োজনে ছুঁড়ে ফেলে দেব রৌদ্র দগ্ধ এ ধরায়।
অথচ তোমার গরব চাহনি কেড়ে নেয় আমার বসন্ত;
পুরুষত্বের অহংকার।


পৃথিবীর পথে আমি এক অন্ধকার, অন্ধকারই
আমার একমাত্র নিবাস ।