এক মুঠো ভালোবাসা, সাথে এক চিমটি আদর
বন্ধু অহর্নিশ দিও তুমি
সকালের মিষ্টি রোদ খুলে দিও, সাথে
একটি চুমু।
জানালার ঘোঙ্গট তুলে নিও, বন্ধু
তোমার ছোঁয়ায় এক কাপ চাও দিও।


ক্লান্ত দুপুরে টেবিলে সরষে ইলিশ দিও, সাথে
মুখে এক লোকমা ভাতও দিও।
হৃদয়ের ক্ষুধা মিটিয়ে দিও, রূপালী মেঘ
জড়িয়ে নিও, আমার চুলে তোমার হাতটি দিও
বন্ধু ক্ষণিক আদর দিও।


শেষ বিকেলের ঝরা পাতায় মুচকি একটা হাসি দিও,
সাথে একটু আঁচল পরশ দিও, বারান্দায় দাঁড়িয়ে
ক্লান্ত বাতাস জড়িয়ে নিও,
বন্ধু সাথে আমায় নিও।
ক্ষণিক দুষ্টুমির পর আরো এক কাপ চা দিও।


পৃথিবী যখন ক্লান্ত হবে- ঘুমিয়ে রবে,
বিমর্ষ হবে চাঁদ
বন্ধু তুমি জেগে থেকো, দরজায় দাঁড়িয়ে থেকো
একটি অস্থির হাসি দিও, আঁচলখানি  উড়িয়ে দিও
বন্ধু সাথে আমায় জড়িয়ে নিও।


এক মুঠো ভালোবাসা, সাথে এক চিমটি আদর দিও।