একদিন পৃথিবীর সবকিছু আমার হবে, তুমিও
একদিন তোমার বিষন্ন আঁচল অবিশ্বাস্য চেয়ে রবে
কোন অনাকাঙ্ক্ষিত আকর্ষণের প্রতি
একদিন ফাগুনের আকাশ নগ্ন হবে, বাতাস
চিমটি খাবে তোমার বুকে।
একদিন আমি মুগ্ধ চেয়ে রবো
হিমালয়ের চূড়ায় উড়বে তোমার শাড়ী, পদ্মনাভী
অবাক বিষ্ময়ে চেয়ে রবে।


একদিন আমি কৃষক হব
তোমার নিষিদ্ধ বেলাভূমিতে উর্বর শষ্যাদি জন্মাবে,
একদিন তোমার চুলের মুঠো ধরে আমি অমর হব;
অক্টোপাসের চুম্বন, তৃষ্ণাতুর চোখ, ভেজা ঠোঁট,
আঁচড়ে পড়া হাসি এসে পড়বে আমার কবিতার খাতায়।


একদিন এ চলে যাওয়া পথে তুমি ফিরবে
গাছেরা নুয়ে প্রণাম করবে, মেঘেরা সাজিয়ে দেবে শয্যা।
একদিন তুমি আমার হবে।


একদিন পৃথিবীর সবকিছু আমার হবে, তুমিও।