একদিন স্বপ্ন দেখবো বলে তোমার আঁচলে
আমার হাতটি চেয়েছিলাম,
মানুষ হবার আশায় তোমার অনুভূতির ক্ষুদ্র স্পর্শে
তৈরি করেছিলাম নিজের সাম্রাজ্য;
অমর হবার বাসনায় তোমার মুঠো চুল ছুঁয়ে
পৃথিবী জুড়ে ছড়িয়েছি শান্তির কপোত;
একদিন এই নাদান মরদ তোমার চোখে খুঁজেছে
উষ্ণতায় হিম হয়ে আসা শীতের সকাল;
নিঃসঙ্গতার গণ্ডি পেরিয়ে তোমার দুয়ারে
উড়াতে চেয়েছিল সোনালী সকাল।


একদিন তুমি আমায় ফিরিয়ে দিয়েছ,
দীর্ঘশ্বাসের চাদরে জড়িয়ে অলংকৃত করেছ
আমার নির্ঘুম রাত।


একদিন আমি প্রতিজ্ঞা করেছি,
তোমায় না পাওয়ার বেদনায় কত দূর যাওয়া যায়
চলে যাবো - নক্ষত্রের সীমানা শেষে-
আরো, আরো দূর।


একদিন স্বপ্ন সৃষ্টির আশায় যে পথিক
কড়া নেড়েছিল তোমার দুয়ারে,
আজও সে স্বপ্ন উড়ায় প্রতিক্ষার পেয়ালা হাতে;
একদিন এ স্বপ্ন তোমায় ছুঁয়ে যাবে,
একদিন তুমিও স্বপ্ন দেখবে।