জীবন একটা মাটির পুতুল,
সে-তো লাগামহীন বৃষ্টির কান্না।
কখনও সূর্য, 
কখনও নিবিড় ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা দিগন্ত;
জীবন রাস্তার দু-পাড়
উলঙ্গ শিশুর স্বপ্নের এক থালা ভাত,
জীবিকার অন্বেষনে রমনায় কিশোরীর নির্বাক ঠোঁট
পড়ন্ত দুপুরে
কোন নারীর উরুতে কান পাতা পুরুষের চোখ ।