যদি একটি আঁচল পাই
আমি ওড়াবো না বিমর্ষ রুমাল
লিখবোনা কবিতা, কোন নিরাশার পঙক্তি
আউলা চুল কেটে হব আঁচল বৈরাগী।
যদি একটি আঁচল পাই
নীল শাড়ী লাল পাড়;
আমি তৎক্ষনাৎ  রাখবো এ দু-হাত
জোনাকির খোঁপা বাঁধব ও আকাশ মেঘে
আনন্দ ছায়া এসে পড়বে রাতের বুকে।


আমি স্থির সূর্য হব ও আঁচল তলে।