আমার প্রতিটি ভোর আসে কষ্টের চাদরে
দুঃখের সূর্য উঁকি দেয় উপবাসে,
বরফ স্রোতে গড়ি মূর্তি তোমার আদলে
চোখের মন্দিরে নোনা জল হাসে।


আমার প্রতিটি রাত যায় মৃত মানুষের গন্ধে
উর্বশী চাঁদ নাচে উলঙ্গ আকাশে,
আমার আঙিনায় জোনাকির বিষন্ন ক্রন্দন
ধূ-ধূ স্বপ্ন বালুচর ঝিমায় কোলের পাশে।