কতদিন ভালোবাসি না তোমায়
কতদিন পাগলি বলে ডাকিনা,
কতদিন এই রিক্তশস্য বুকে খুঁজি না
শালি ধানের গন্ধ,
কতদিন অগ্নিদগ্ধ দুপুর-কল্পনার নিজস্ব রাত;
তোমার আঁচল, ছুঁয়ে দেখা হয় না।
কতদিন নষ্ট আকাশের বুকে বুনিনা
নক্ষত্রের পুষ্প বীজ;
খসে পড়া চাঁদের তিলক, তোমার ললাট
আর হেলেনের নিবিড় চুম্বন;
কষ্ট নিঙ্গড়ানো শুদ্ধতার চাষ,
কতদিন এমনি করে ভালোবাসিনা তোমায়।


চৈতন্যের সুগভীর নির্জন বাহু প্রকোষ্ঠে
তোমার মুক্তির শ্লোগান আর আমার শহীদ হওয়া।
আমার কৌতুহলী দৃষ্টি আর তোমার
ঝরো সরো দেহের তোরণ, রাশ ভারি জোছনা।
আহা! তোমাকে পাবার বাসনায় কতটা
ছিন্নভিন্ন আমার চোখের পলক,
কত দিন এ যোজন যোজন পথ মাড়িয়ে চলেছি
শুধু তোমাকে ভালোবাসার আশায়।


কতদিন ভালোবাসি না তোমায়,
কতদিন পাগলি বলে ডাকিনা তোমায়।