নারীর দেহ নীল কাঁচের উষ্ণ আবরণে মোড়ানো
অথচ অনাবৃত মোড়কে রক্ত জবার খোলস,
একবার ছুয়ে দেখ লজ্জাবতী লতার মত চুপসে যাবে
প্রসন্ন শ্বেত হিমালয় হয়ে কখনো বা মুগ্ধ চেয়ে রবে।


নারীর মন অগোছালো দূর্গসম দুর্ভেদ্য;
কখনও শ্রাবণের হিমেল হাওয়া, কখনও রৌদ্র
যে পুরুষ এর নিঃশ্বাসের উত্তাপ পেয়েছে সে জানে
অবরুদ্ধ খোলস উল্টে কোথায় এর স্নিগ্ধতা
                                    কোথায় শূন্যতা।
যে পুরুষ এর অমৃত সুধা পান করেছে সে জানে
কোন অবগাহনে এর ছন্দ-সুর, কোথায় পূর্ণতা।