তোমার প্রতিটি স্পর্শে আমার মৃত্যু হয়
আবার তোমার প্রতিটি স্পর্শে আমি পুনর্জন্ম লাভ করি।


তোমার প্রতিটি চুলে মিশে আছে আমার ভেজা হাতের ছোঁয়া;
অনেক না বলা কথা,
দেহের প্রতিটি অণুতে মিশে আছে অভিমান
যন্ত্রণার অভিব্যক্তি
কত রাত তোমার বুকের সাগরে ঢেউ খেলেছে
আমার চোখের নোনা জল,
চৈত্রের নির্দয় দহন উপেক্ষা করে
আমি কতদিন হেঁটে চলেছি তোমার স্পর্শে।


তোমার প্রতিটি স্পর্শে আমি মাতাল হই,
                                 নির্লজ্জ হই ।
তোমার প্রতিটি স্পর্শে আমার সন্ধ্যা প্রদীপ জ্বলে,
শিহরিত আবেগ খেলা করে মনের প্রসন্ন ঝুল বারান্দায়।
তোমার প্রতিটি স্পর্শে সশ্রদ্ধায় নত প্রণাম করি
সকল মহা গ্রন্থ ফেলে তোমার শরীর গ্রন্থ পাঠ করি।


তোমার প্রতিটি স্পর্শে আমার মৃত্যু হয়
আবার তোমার প্রতিটি স্পর্শে আমি পুনর্জন্ম লাভ করি।