বাজাও হে উর্বশী বাজাও নূপুর,
ঝলসে উঠুক রক্তে রোদেলা দুপুর।
বাহু তলে রেখেছি বেহেস্তি হুর
মাতাল বন্দরে ছন্দ সুমধুর।
অন্ধরে হে অন্ধরে আর কতদূর,
কোমর দোলানো জমকালো নূর।


ভীম রণে বাজুক পদ্ম নাভির ঢোল,
বাঁকা ঠোঁটের আলিঙ্গনে অট্টহাসি তোল।
রক্তে ভাসুক অঙ্গরে তোর
খুলে দে বদ্ধ দ্বার হোক ভোর।


বাজাও হে বিষধর কাল ফণী,
কবরে গিয়াছে আজ অশনি।
শরাব মুখে পেয়ালা হরদম,
বুকের উপর নাচে কালের যম।


বাজাও হে উর্বশী বাজাও নূপুর,
ঝরে যাক যৌবন টাপুরটুপুর।