ল্যাংটা ছেলে ল্যাংটা ছেলে
কোথায় তোমার বাড়ি ?
নতুন জামা পরে  এসো
চড়বো রেলের গাড়ি ।


আজকে খুশির জোয়ার বইছে
দুঃখ যাব ভুলে ,
ধনী-গরিব নেই ভেদাভেদ
নাও গো বুকে তুলে ।


ঘরে ঘরে ঈদ যে এলো
চাঁদের পালকি চড়ে ,
ফিরনী পায়েস খাব সবাই
ঈদের নামাজ পড়ে ।