এক বিকেলে গাছের ছায়ায়
একলা মনে, পথের দ্বারে–
নীরব ছিলাম, কাব্য পাতায় বসা!
নূপুর পায়ে, ক্রমান্বয়ে, আমার পানে–
তোমার ছিল, দারুণ ছুটে আসা!


বিষন্ন এ সময়টুকু, আকাশ নিচে
একলা, একা
কাটছে আমার, কাব্য লিখে
ব্যথার পাহাড় হচ্ছে ভারী!
তোমার পায়ের মুগ্ধ ধ্বনি–
পথ হারালো। আমার অনুকথা!


কষ্টে বাঁচে, বুকের জমিন
মরা ডালের অসুখ নিয়ে
কাব্য পাতায় মগ্ন থেকে
পাহাড়সম অসুখ-ব্যথা, রোজ প্রতিদিন আঁকি!


অসময়ে আসলে তুমি।
পাখির ঠোঁটে হাসলে তুমি, খোপায় গেঁথে ফুল
গল্প-কথায় মগ্ন হলাম
সাতটি বছর স্বপ্নে ছিলাম, ভাঙলো শেষে কূল।


অনুরাগের মোহে পড়ে, একটানা যায়–
সাতটি বছর। কাব্য লেখায় দ্বন্দ্ব ছিল!
চোখের পাতায় তুই ছিলে গো তুই,
বুকের আকাশ তুষ্ট ছিল! যে পথ দিয়ে স্বপ্ন এলো?
সে পথ দিয়ে বসতে এলো, কষ্ট-ব্যথা–
আমার অনুকূল!


এখন আমার হরহামেশা পথের দ্বারে ঘর!
ইচ্ছে হলেই আকাশ দেখি
ইচ্ছে হলেই কাব্য লেখি
এ পথ দিয়ে প্রেম আসে না, দিয়েছি কবর!