কোন সম্পর্ক নদীর ওপারে পৌঁছায় না।
যতোদূর পৌঁছায়–
চাওয়া-পাওয়ার সীমাবদ্ধতায় আটকে রয়!
যদিও রক্তের বন্ধন গুলো, নদী পাড়ি দিয়ে সফল!
স্বার্থের ভাগাভাগিতে, একসময় সব বিলিন হয়ে যায়।


শুধু মৃত্যু অবধি প্রতিক্ষীত রয়–
মা, ছেলের নিবিড় সম্পর্ক।


সমস্ত শরীর জুড়ে যার মা, মা, মা...
তার কাছে যুদ্ধ কিংবা মৃত্যু, কোনোটাই আতঙ্কের নয়।
তার কাছে সুখ–
মায়ের হাসি, মায়ের খুশী।