কাঁচের গ্লাসের মত পাহাড়টা ভেঙে গুড়ো হয়ে যাচ্ছে
পাখিরা অবাক চোখে চেয়ে আছে
চেয়ে আছে সাগরের দিকে!
বেলা ফোরাবার আগে–সাগরের সৌন্দর্য শূন্যতায় ভরপুর
পাখিরা অবাক চোখে চেয়ে আছে
চেয়ে আছে আকাশের দিকে!
আকাশ–দাঁড়াবার ভরসা হারিয়ে মাটিতে লেপ্টে মিশে যাচ্ছে
পাখিরা অবাক চোখে চেয়ে আছে
চেয়ে আছে মানুষের দিকে!
মানুষ–পাগলা কুকুরের ন্যায় মানবতা গিলে খাওয়ার ফন্দিতে মহাব্যস্ত
পাখিরা অবাক চোখে চেয়ে আছে
চেয়ে আছে লাশের দিকে!
গুটিকয়েক লাশ। লাশেরা নিঃসঙ্গতার করুণ সংকেত বহন করছে
পাখিরা অবাক চোখে চেয়ে আছে
চেয়ে আছে পৃথিবীর দিকে!
পৃথিবী–তৃতীয় বিশ্বযুদ্ধের লাশ কাঁধে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে
পাখিরা অবাক চোখে চেয়ে আছে!
চেয়ে আছে মরুভূমির দিকে!
আমরাও মানুষ ক্রমাগত–মরুভূমির দিকে...