পৃথিবী।


তোমার আছে–ফুল, পাখি, নদী কলতান
আছে শতো পাহাড়ি ঝর্ণা ধারা
তোমার আছে–চাঁদ, তারা, সূর্য, আকাশ
আছে শতো স্মৃতিময় সবুজ পাড়া।


তোমার আছে–লাল, নীল, সকাল, দুপুর
আছে শতো সোনালী সন্ধ্যা তারা
তোমার আছে–রাত, দিন দখিনা বাতাস
আছে শতো অরণ্য বৃক্ষ চারা।


তোমার আছে–ফুল, বন, সাগরের ঢেউ
আছে শতো মৌমাছি, মিলনমেলা
তোমার আছে–মাঠ, ঘাট, পুষ্প কানন
আছে শতো মানুষের জন্ম বেলা।


তোমার আছে–ছোটো, বড়ো বালুময় মাঠ
আছে শতো প্রভাতের সুর আর গান
তোমার আছে–মাটি, জল, উঁচু উঁচু দ্বীপ
আছে শতো অচেনার কচি কচি প্রাণ।


পৃথিবী।


তোমার আছে সব।
তোমার আছে–আলো, ছায়া, রাত্রি, আঁধার।
আমার আছে কি?
আমার আছে–ফুলে, ভুলে ভরা সংসার।