ঠিক এই কাগজের মত হতে হবে,
কবে থেকে হবে সেই সময়, কে জানে?
শুধু হতে হবে বলে, বলি কত কথা,
রাতদিন-দিনরাত অবশ-অলস চিন্তা।
ভীমবেগ সময় যাচ্ছে কচ্ছপ গতিতে,
চিন্তা আর কল্পনায় বেলা যাচ্ছে বয়ে।
অথচ জমে থাকা কাজ বাড়াচ্ছে তার চাপ,
পাহাড় সে চাপে দিশেহরা, আচারণ খারাপ।
দিনের পর দিন বলছি শুধু করছি না কিছুই,
করি করি বলি, দিবা স্বপ্নবাজ পড়ছি রোজ পিছু।
                এখন যত অনাগত
                  হয়নি তো গত,
            তার ভাবনায়, শুয়ে বসে
              করছি জীবনের ক্ষত।
রোজ রোজ ভাবি করবো কাজ কাটলে আজ রাত,
কত রাত হল পার, হয় না তো শুরু, তিমির বরাত।
নিজে যা জানি, ভাবি বুঝি জানি অধিক,
তুচ্ছ সে জ্ঞান, করি বিচরণ, জাননা তো ঠিক।
ধিক্কার দেয় মন, নিজের নিজেকে, করি বসে কল্পনা,
করবো সব-ই, চিন্তায়-ভাবনায়, কিছুই করি না।
দিন দিন অলস হচ্ছি, অলস হচ্ছে মাথা
দেখি শুনি সব-ই, অথচ কিছুই বুঝিনা।
কোন এক সময় যে আমি ছিলাম পারদর্শী সকল কাজে,
অনাদরে আজ হারালাম নিজের নিজেকে।
কি লাভ হল? কি পেলাম বল? এত চিন্তাভাবনা করে,
তারচেয়ে বড় ভাল হত মজুর হয়ে জন্ম নিলে।
মোর জন্য রাষ্ট্র যত করিল ব্যায়, বাড়ালো ঋনের বোঝা
আমি শুয়ে বসে থাকি কল্পনায়, মোরে বৃথায় খোজা।
এভাবে একদিন হয়ে যাবো শেষ, করবে না কেউ মোর খোজ
হঠাৎ একদিন খবর বেরবে, আমি নিখোজ।।।.....


                             মোঃ রুহুল আমিন।