আমি হাসি হা হা হি হি হো হো উচ্চ সরে
অট্টহাসি বেরিয়ে আসে আমার অন্তর চিরে।
বেরিয়ে আসে শ্বাপদ তীক্ষ্ণ শুভ্র দন্ত
ঘাড়ের পাশদিয়ে বয়ে যাওয়া রক্ত শিরা খুজি,
খুজি হন্য হয়ে জনাকীর্ণ আবাস।।


সমাজের নামে তারি অন্তরালে
গড়ে তুলছি নতুন সমাজ।
নিস্তেজ সব মানুষগুলো বেরিয়ে আসে
ঢুলুঢুলু নেশাতুর ঘুমঘুম চোখে।
বেরিয়ে আসে তোমাদের নিবাস থেকে
আমার জনাকীর্ণ আবাসে... আহা কি মজা!!!