রোজকার মত অন্ধকার বারান্দায়
আছি বসে আরাম কেদারায়।
লেলিহান আগুনের ক্ষুদ্র সংষ্ক্রন
আংগুলের ডগায় তারি জলন।
সরু সাদা ধোঁয়ার সর্পিল পথ
আর অদূরে রাখা একটি পেয়ালা ও বিষ।


নিদ্রাহীন ঝাপসা চোখে
চেয়ে থাকি দূর থেকে বহু দূরে।
অসার পরে থাকা হাতটা বাড়িয়ে
হঠাৎ ছুতে চাই ওই উষ্ণ মুখ।
ঝাপসা চোখ আর বিকার মস্তিষ্ক
বোধহীন ভয়ংকর লোলুপ হাসি।
সরু সাদা ধোঁয়ার সর্পিল পথ
আর অদূরে রাখা একটি পেয়ালা ও বিষ।