জেগে ওঠে রোজ, জেগে ওঠে নতুন প্রভাতে
পুরোন ব্যর্থতা মুছে জেগে ওঠে
জেগে ওঠে শহর, বন্দর, গ্রাম-গঞ্জে
এই বাংলার প্রতিটি পরতে
নতুন ভোরে, নতুন করে জেগে ওঠে।।


জেগে ওঠে গ্রামগুলো প্রভাতের প্রথম রবিতে
মাঝি-মাল্লা, কিষাণ-কিষাণীর কর্ম মুখরতাতে।
ফসলের ক্ষেতে হাটে-বাজারে মুখরায় কত ধ্বনী
শান্ত শ্যামল গায়ের পথ যেন স্নেহে মাখা বন্ধনী।
নতুন ভেোরে, নতুন আশায় নতুন গল্প সাজাতে।
জেগে ওঠে রোজ, জেগে ওঠে নতুন প্রভাতে
পুরোন ব্যর্থতা মুছে জেগে ওঠে
জেগে ওঠে শহর, বন্দর, গ্রাম-গঞ্জে
এই বাংলার প্রতিটি পরতে
নতুন ভোরে, নতুন করে জেগে ওঠে।।


জেগে ওঠে ব্যস্ত শহর পুরোন রূপে
রাস্তার বাকে বাকে, নিয়ন সাইনে
কত ব্যস্ততা কত ঘটনা থাকে পরতে পরতে সাজানো
কর্ম চঞ্চল প্রতিটি মানুষ, স্বপ্ন চোখে আঁকানো
দিনের শেষে অপূর্নতা ভুলে আগামিকে সাজাতে।
জেগে ওঠে রোজ, জেগে ওঠে নতুন প্রভাতে
পুরোন ব্যর্থতা মুছে জেগে ওঠে
জেগে ওঠে শহর, বন্দর, গ্রাম-গঞ্জে
এই বাংলার প্রতিটি পরতে
নতুন ভোরে, নতুন করে জেগে ওঠে।।