আমি এখন বেজায় সুখে থাকি সকাল-বিকেল
চারিদিকে হচ্ছে কি সব, শুনছি চলছে নাকি ক্রান্তিকাল।
এখন আমার কঠিন মজে দিন রাত্রি কাটে,
পাগল বলে কেউ আমায় আর নাহি কভু ঘাটে।
প্রতিদিন খবর বেরোয় ধর্ষণ আর খুন
বুকটা চিড়ে বেরিয়ে আসে অট্টহাসি-আর্ত্বনাদের ধুন।
সকাল-বিকেল রোদের ভেতর একলা একা হাটি
দূর্নীতিবাজ দেখলে ওদের ইচ্ছে করে ছিড়েই ফেলি টুটি।
পরকীয়া আর প্রতারনা নতুন ট্রেন্ড খুব যে প্রচলন
রোজ রোজ ভাংছে ঘর, পুরছে সংসার সংকলন।
আমি তো ভাই পাগল মানুষ এসবে কি আসে যায়
সারাটি দিন বগর বগর এই আছে এই হারায়।
তবুও এখন নিরুপায় চুপ থাকতে পারিনা আর
চারিদিকে হচ্ছে যে সব, সময় এখন ক্রান্তিকাল।