মেঠো পথ ধরে, দূর্গম ঘিরে
গড়ে উঠেছে জনপদ যত।
আদি থেকে আজ, গড়েছে সেথা
নগর, শহর বসতি স্থাপত্য।


যুগ যুগ ধরে, প্রথাগত ধারে
মাটির পিড়েলী, বেড়া-ছাউনীর ঘর।
অপুরূপ শোভায় সাজিয়েছে তারে,
চুন-ফুলের রাগ, কচি পাতার রং।


মহলের পর মহল গড়ছে রাজা-বাদশাতে
গড়ছে মহল টেরাকোটা, আলপনা-গম্বুজে।
সাদা চুনের রং, বাহারী নকশায় দেওয়াল উঠেছে ভরি,
পালা-পার্বনে নব নব রূপে সেজেছে মহলগুলি।


কালের বিবর্তনে রাজা-রানী ভুলে
ইট, কংক্রিট-পাথর নিয়েছে দখল
কোণের পর কোণ মেপে উঠছে বহুতল।
চকচকে রং নকশার টাইল্সে বাড়ছে শোভা
চিলেকোঠার নামে টালি আর ছাউনিতে ঐতিহ্যকে আগলে ধরা।।


মোঃ রুহুল আমিন।