তবে শুরু হোক অন্ধকারের জয়গান,
বাতাস নিয়েছে ছুটি,
আলো পাক কিছুটা পরিত্রাণ।।


আমি যাবো সেই অন্ধকারের কুঠিরে
গড়বো আপন বসতি
আলোর বীজ করবো বপন, জঠরে।।


যত বার তারে দিয়েছি আলোক মাল্ল্য,
তত বার নিভেছে তার
আধার ছুড়েছে অবঙ্গা আর তাচ্ছিল্ল্য।।


আগত সব কন্ঠস্বর অচীন অজানা সুর,
স্বাগত তারে আপনাতে
আঁধার ধরনীতে বেজে উঠুক সুমধুর।।


                     মোঃ রুহুল আমিন