তবে তাই হোক
রোজকার মতন।
তুমি আমি দু'জনা
মেরুতে জীবন যাপন।


যেন মোরা একটি কোষ,
বিভাজনের পর বিভাজন।
কখনও মেটাফেজ কখনওবা টেলোফেজ,
বিভাজনে জীবন ঘূর্ণন।


ডি এন এ এর মতই যেন মস্তিষ্ক,
স্মৃতি সব করছে বহন।
ক্রমান্বয় বিভাজনেও
তা অক্ষত,  সরল-সরণ।