তোমার প্রান্তরে দাড়িয়ে দেখি দিগন্ত জুড়া সবুজের পাথার,
নির্মল বাতাস আলো-ছায়ার খেলা সকাল-সাঝ।
তোমার বুকে দাড়িয়ে থেকে নিজেকে মনে হয় ধন্য,
সারা বিশ্বের মাঝে অপরূপা তুমি, তুমি অনন্য।
বাংলাদেশ, আমার প্রিয় জন্মভূমি,
তোমার যত রূপ, তাতে মুগ্ধ আমি।।


কত রক্তের নদী পেরিয়েছো, লক্ষ্য মানুষ হারিয়েছো
হারিয়েছো মহান নেতা, কত প্রিয় সন্তান।
ঘাত-সংঘাত পরাজিত করতে পারেনি তোমায়,
এই ছেচল্লিশেও তুমি অদম্য-দূর্বার।
বাংলাদেশ, আমার প্রিয় জন্মভূমি,
তোমার যত রূপ, তাতে মুগ্ধ আমি।।


হিন্দু মুসলিম বোদ্ধ খ্রিষ্টান সকলে মোরা সন্তান তোমার,
মোদের এক সাথে রেখেছো বেধে তোমার মমতায়।
তাইতো মোরা গর্ব ভরে বলি আজ
অসাম্প্রদায়িকতার নিদর্শন মানে বিশ্ব সমাজ।
বাংলাদেশ, আমার প্রিয় জন্মভূমি,
তোমার যত রূপ, তাতে মুগ্ধ আমি।।


        মোঃ রুহুল আমিন