ভাবিলাম বুঝি মিলন ঘটিবে আজ তাহার সনে,
জ্বলিবে হয়তো আলো আমার গহীন দুখ-বনে।


না, আজও ঘটেনি অপেক্ষার অবসান,
দুঃখের বহর গেলো বাড়িয়া, দিয়ে হ্যাঁচকা টান।


আর কতদিন থাকিবো ঢুলি ঢুলি প্রদীপের ভরসায়,
রসত গেছে ফুরিয়ে আলো আজ ধুঁকছে নিরাশায়।


হৃদয়ের রস নিয়েছ নিংড়ে, স্পন্দন দুঃসাধ্য,
মরনাপন্ন হয়েও হৃদয় তোর জন্য অবাধ্য।


দেখনা নজর ফিরিয়ে পশ্চাতে তাকিয়ে,
দেখতে পাবি জীর্ণ মৃতপ্রায় এক পথিক দাড়িয়ে।


ওটা আর কেহ নহে ও যে আমি, পারছো কি চিনতে?
তা অসাধ্য বটে, হারিয়েছি ঐতিহ্য, পড়িয়াছে অতিকায় শরীরের এক চিলতে।


আশা নেই তুই মেনে নিবি আমাকে, তবুও অপেক্ষায় কি দোষ?
যদি পাই দেখিতে মুচকি হাসি তোর মুখে, কাটিবে সব দুঃখের রোষ।


নেইরে মনে দৃঢ় আশা ফিরে পেতে তোকে,
প্রলয় ঘটেছে সে রাজ্যে, যা গড়েছিলাম এ বুকে।