নই রে আমি বিশ্বাস ঘাতক,
নই মিথ্যা প্রতিশ্রুতি দাতা।


বিশ্বাস অর্জনে,
চলিলাম স্বপনে,
বাস্তবে যা মরণ যাত্রা।


বলিও না তারে খাদ,
কিছুই ছিলনা মিথ্যা ছলে।


তাইতো বিনিদ্র রজনীতে,
ভাসে বুক মোর অশ্রুজলে।


ভালোবাসি রে পিয়া তোকে,
বাসিতাম যেমন আগে।


মরণ দসা এ হৃদয়ের,
তোর প্রীতির বিরাগে।


যৌবণ নিশীথ বিরহে কাটে,
অশ্রুজলে ভাসে বুক।


কি প্রীতে মজাইলে খোদা,
ছিন্ন খঞ্জনায় আটকে সুখ।


যৌবনের তারণা তোলেনি ঝড়,
মোর শান্ত হৃদ সাগরে।


শুধু ছুটি তোরই টানে,
হৃদয় ধুঁকছে কাল আধাঁরে।


জানি এ যাতনা শুধু আমার,
বুঝবেনা কেউ।


আসবেনা আমার সাগর পাড়ে,
দেখতে দুখের ঢেউ।


মজেছি একা,
বেছেছি এ মরণ পথ।


ফিরবেনা ঘরে গো সখি,
মোর জীবনের রথ।


দুঃখের বোঝা নিয়ে কাঁধে,
প্রেম পিপাসু মন নিত্য স্বপ্ন বাঁধে।


টানিতে থাকতে হবে বুঝি,
মরিবারেও আগে,


এ উপহার যে পেলাম আমি,
ভালোবাসার ভাগে।


পরম সঙ্গী আমার,
এই কলম আর খাতা।


যাহার বুকে খুঁদি আমি,
মনের তিক্ত ব্যাথা।


ঠাট্টা করে সবে মজা পায়,
শুনে বেদনার কথা।


বুঝবে কেমনে বিরহের কাতর,
সে তো মোর বুকে গাঁথা।


মুখের হাসি দেখো শুধু,
পাওনা টের মনের ভিতর।


কভু দেখতে যদি বুকের মাঝে,
তোমার সনে প্রেম কাতর।


ব্যাকুল হতো তোমারও মন,
ভাঙত ঘৃণার পাহাড়।


বুঝতে তখন প্রেম বিনিময়ে,
দিলে কি উপহার ।।।