কোমল মনটা যা-ই দেখতো লাগতো অপরূপ!
কোথা গেলো সে দিনগুলি আজ সামনে মৃত্যু কূপ!
জানা ছিলো না জীবনটা আগুনের ঘরে বাস!
সয়ে সয়ে উত্তাপ, মনটা হয় না আর ত্রাস!


কেউ পায় নন্দন কানন আবার কেউ পায় আগুন,
অনুভবের সময় নেই, কখন পার হয় শীত ফাগুন।
আগুন আগুন শুধু আগুন, লাল নীল আর হলুদ
বিষাক্ত সাপের জীভের মতো স্ফুলিঙ্গ অদ্ভুত!


পেয়েছি এখানে ভয়ানক এক আগুনের প্রাসাদ
আহ! লাল নীল হলুদ রঙে ভিন্ন ভিন্ন স্বাদ!


রচনা : ২৯.০১.২০১৫ খ্রিঃ