দুর্দিনে হলো নতুন সূর্যোদয়,
ভয় নয়, করবো তাকে জয়।
এলোরে এক অচেনা বৈশাখ,
মাঝে মাহে রমজান দিচ্ছে ডাক।


প্রাণঘাতী ব্যাধি করোনার ত্রাস
স্বাভাবিক জীবন করল গ্রাস!
তারপরও কঠোর লকডাউনে
নিঝুম নীরবতা গ্রাম টাউনে।


ব্যহত হয়েছে নববর্ষ উদযাপন,
জীবন চলার রীতিতে ছন্দপতন।
ঘুরে গেল জীবনের প্রতিটি বাঁক
স্বাগত তবু মাহে রমজান-বৈশাখ।


পরবে না কেউ তো রঙিন মুখোশ,
সাজবে না, বাজবে না ঢুলি ও ঢাক।
ইলিশ বাদে সবার ঘরে হবে পাক,
জীবনে এলো রে এক ভিন্ন বৈশাখ।


কামনা করি সব দুঃখ যাক ঘুচে
দুর্দিনের গ্লানি যাক সবার মুছে।
সকলেই সুস্থ ও নিরাপদে থাক,
আবার আসুক সেই চেনা বৈশাখ।


৩১ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
১৩ এপ্রিল ২০২১ খ্রিঃ।