মনটা আধুনিকতা অনুসন্ধান করে সব কিছুতেই,
নাক সিঁটকাই আধুনিকতা বিবর্জিতকে দেখলেই!
খোঁজে তাকে বসনে, আভরণে সঙ্গীতে ও বাদ্যে!
খোঁজে প্রসাধনে, বাচনে, খোঁজে রকমারি খাদ্যে!


খোঁজে উৎসব আয়োজনে, খোঁজে সুরম্য বাড়ি,
খুঁজতে কেউ কেউ আবার বিদেশ জমায় পাড়ি!
আধুনিকতা খোঁজে চলতে, সকল ধরন কাজে,
আধুনিকতার ব্যবধান খোঁজে ধনী গরীবের মাঝে ৷


আহাজারির মাঝে কেউ কী খোঁজে আধুনিকতা?
বেদনাতে সবাই এক, তাতে আছে শুধু আদিমতা!