চোখদু'টি খোলার আগেই, কোন্ অদৃশ্য এক খেয়ায়,
সওয়ার করে কখন কোথায়, আমায় সে নিয়ে যায়।
ঢেউয়ের পর ঢেউ ভেঙে, ঢোকে সে নানা বন্দরে,
কখনো অমা ভেদ ক'রে, নিয়ে যায় কন্দরে!


কখনো আসে ঝড় তুফান, কখনো উপবন,
কভু দুঃখের স্রোতেও ভাসায়, ইচ্ছা যখন তখন।
সুখের সময়ে মনে হয়, এ আর ফুরাবার নয়,
আবার যখন কষ্টে ডোবায়, কাটে না তো সংশয়!


রঙিন মেঘের ভেলায় চড়ায়, কভু চাঁদের দেশে,
কভু বিষের পেয়ালা পান করায় অবশেষে!
কখন কী যে ঘটবে, এ মন পায় না তো তার আভাস,
সর্বদা তাই মনের মাঝে ক'রে যে হাহুতাশ!


অদৃশ্য তার ভ্রমণসূচি কারো জানার বাইরে,
মন চাইলে এক স্থানে, অন্যত্র নিয়ে যায় রে!
সুখের পরে দুঃখ, দুঃখের পরেই সুখ যে আসে,
সব জানে যে কাণ্ড দে'খে অলক্ষ্যেতে হাসে!


রচনাকাল : ২৭/০৭/২০১৭